কাবুল, ১৯ অগাস্ট: মাজার-ই-শরিফ (Mazar-e-Sharif ) থেকে ৫০ জন ভারতীয়কে উদ্ধার করল বায়ুসেনা৷ আফগানিস্তানে ভারতীয় বায়ুসেনার বিমান পাঠিয়ে ওই ৫০ জন ভারতীয়কে (Indian) উদ্ধার করা হয়৷ যার মধ্যে রয়েছেন দূতাবাসের কর্মীরা৷ ১১ এবং ১২ অগাস্ট চালানো হয় ওই উদ্ধার কাজ৷
গোটা দেশ জুড়ে তালিবান আধিপত্য বাড়তে শুরু করলে, কাবুল, জালালাবাদ সহ আফগানিস্তানের (Afghanistan) বিভিন্ন শহরে যেকটি ভারতীয় দূতাবাস রয়েছে, তা বন্ধ করে দেওয়া হয়৷ এরপর বায়ুসেনার বিমান পাঠিয়ে দূতাবাসের কর্মীদের উদ্ধার করা হয়৷ শুধু তাই নয়, দূতাবাসের কর্মীদের উদ্ধার করতে আইটিবিপির জওয়ানতদের পাঠানো হয় আফগানিস্তানে৷ আইটিবিপির জওয়ানদের পাহারাতেই উদ্ধার করা হয় ওই ৫০ জন ভারতীয়কে৷
আরও পড়ুন: Afghanistan: গোটা দেশে বাড়ছে তালিবানের দাপট, ভয়ঙ্কর পরিস্থিতিতে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
দিল্লির (Delhi) হিন্দন এয়ারবেস থেকে ওই বায়ুসেনার বিমান পাঠানো হয়৷ পাকিস্তানের আকাশসীমার মধ্যে দিয়ে যাতে বায়ুসেনার বিমানকে আফগানিস্তানে না পৌঁছতে হয়, তারজন্য মাজার-ই-শরিফে গিয়ে থামানো হয়৷ সেখান থেকেই ভারতীয় দূতাবাসের কর্মীদের নিয়ে ওই বিমান ভারতের উদ্দেশে রওনা দেয়৷ তালিবান কাবুল দখলের ঠিক আগের দিন ওই উদ্ধার কাজ শুরু করে ভারতীয় বায়ুসেনা৷
এর আগে কান্দাহার থেকে উদ্ধার করা হয় আফগানিস্তানে থাকা ভারতীয়দের৷ কান্দাহারে ভারতীয় দূতাবাস বন্ধের পর বায়ুসেনার গ্লোবমাস্টার সি-১৭ পাঠানো হয়৷ গ্লোবমাস্টারে করেই এরপর কান্দাহার থেকে ভারতীয়দের উদ্ধার করে দিল্লিতে নিয়ে আসা হয়৷