ব্রাত্য বসু (Picture Credits: Facebook)

দিনকয়েক ধরে যোগেশচন্দ্র কলেজের (Jogesh Chandra Choudhuri College) সরস্বতী পুজো নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যোগেশচন্দ্র ডে কলেজ ও যোগেশচন্দ্র ল কলেজের মাঝে একটি জায়গায় এমনভাবে পুজোর প্যাণ্ডেল করা হয়েছিল যে ল কলেজের পড়ুয়াদের ক্যাম্পাসে যেতে অসুবিধা হচ্ছিল। যা নিয়ে উত্তেজনাও ছড়িয়েছিল। শেষমেশ এই মামলা যায় হাইকোর্টে। এবং আদালতের মধ্যস্থতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যদিও পুজোর সময় যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেইজন্য কলকাতা পুলিশকে গোটা পরিস্থিতির ওপর নজরদারি রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে।

এদিকে এই ঘটনা সংক্রান্ত খবর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কানে পৌঁছেছে। আর স্বাভাবিকভাবেই এই নিয়ে যথেষ্ট বিরক্ত প্রকাশ করেছেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে রিপোর্টও তলব করেছেন তিনি। ইতিমধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট জমাও দিয়েছেন তিনি। শনিবার শিক্ষামন্ত্রী জানান, আগামীকাল কলেজে খোদ যাবেন শিক্ষামন্ত্রী। তিনি গোটা পরিস্থিতি নিজের নজরদারিতে রাখবেন বলে আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার এই মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার কোনও আধিকারিক এই পুজোর নিরাপত্তা সুনিশ্চিত করবেন। তবে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা নিশ্চিত করবে কলকাতা পুলিশ কমিশনার। সেই আধিকারিক পুজো ও বিসর্জন পর্যন্ত কত পুলিশ মোতায়েন থাকবে তা সুনিশ্চিত করবেন। এছাড়া গোটা পুজোর ভিডিয়ো রেকর্ডিং করার নির্দেশ দেওয়া হয়।