দীর্ঘ টালবাহানার পর আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে নিম্ন আদালতে সমস্ত নথি জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে জমা দেওয়া হল চার্জশিট সংক্রান্ত সমস্ত নথি। যদিও এই নথিগুলি জমা দিতে দীর্ঘ সময় ধরে টালবাহানা করছিল সিবিআই। এমনকী নবান্ন থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জগঠনে সম্মতি দেওয়ার পরে ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাওয়ার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের বিরুদ্ধে। তবে অবশেষে এদিন সমস্ত নথি জমা দিল সিবিআই।
মেইল মারফত দেওয়া হয় নথি
যদিও এদিন সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, হাজার পাতার নথি থাকার কারণে আদালতে জমা দিতে সময় লাগছে। সেই কারণে বিচারক অবশ্য মেইল মারফত নথি দেওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে অভিযুক্তের আইনজীবীকে পেন ড্রাইভ ও হোয়াটস অ্যাপের মাধ্যমে নথি দেওয়ার পরামর্শ দেয় সিবিআইয়ের আইনজীবী। তাঁরা অবশ্য পেন ড্রাইভের মাধ্যমে নথি নেওয়ার বিষয়ে সায় দেয়।
হাইকোর্টে সন্দীপ ঘোষের আইনজীবী
এদিকে গত শুক্রবার অভিযুক্তের আইনজীবীর বিরুদ্ধে চার্জ গঠনের সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে হাইকোর্টে যাওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে ট্রায়াল কোর্টের আইনজীবী সরাসরি প্রশ্ন করলে তিনি তা অস্বীকার করেন।