Afghanistan: গোটা দেশে বাড়ছে তালিবানের দাপট, ভয়ঙ্কর পরিস্থিতিতে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
ছবি ট্যুইটার

কাবুল, ১৯ অগাস্ট: ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)৷ বৃহস্পতিবার সকালে ৪.৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে আফগানিস্তানের খিঞ্জ এলাকা৷ যার জেরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷ কাবুল থেকে ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে কম্পন অনুভূত হয়৷ যার জেরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷ তবে আফগানিস্তানে ওই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷

 

এদিকে তালিবান দখলদারির মাঝে আফগানিস্তান জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে জঙ্গি সংগঠন  বিরোধী আন্দোলন৷ জালালাবাদের (Jalalabad) পূর্ব দিকে ইতিমধ্যেই তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে৷ যার মধ্যে খোস্ত প্রদেশে সবচেয়ে বেশি তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন: Taslima Nasreen: 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয় বর্বর তালিবান জানে না', আক্রমণ তসলিমার

মঙ্গলবার থেকে খোস্ত প্রদেশে তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করে৷ এমনকী, খোস্ত প্রদেশে তালিবানের পতাকা নামিয়ে সেখানে আফগানিস্তানের  পতাকা ওড়াতে শুরু করেন সাধারণ মানুষ৷ এরপরই জালালাবাদেও শুরু হয় তালিবান বিরোধী আন্দোলন৷ যার জেরে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় তালিবান৷ জঙ্গিদের গুলিতে ৩ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে৷ আহত হন ১০০-রও বেশি৷