নয়া দিল্লি, ১ ফেব্রুয়ারিঃ শুক্রবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আজ শনিবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। নরেন্দ্র মোদীর (Narendra Modi) তৃতীয় জামানায় অষ্টমবার বাজেট পেশ করলেন নির্মলা। এদিন সকাল থেকেই বাজেটের দিকে নজর ছিল গোটা দেশবাসীর। আয়করে ছাড় মিলবে কিনা তা নিয়ে চিন্তা ছিল মধ্যবিত্তের। সেই আয়করে বড় ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোন কর দিতে হবে না। এর পাশাপাশি একাধিক জিনিসের উপর কর ছাড়ের ঘোষণা করা হয়েছে এদিন। তবে কিছু জিনিসের উপর বাড়ানো হয়েছে কর।
২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট পেশের পর কোন কোন জিনিসের দাম সস্তা হল? রইল পূর্ণাঙ্গ তালিকা...
কোন কোন জিনিস সস্তা হলঃ
- ক্যানসার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
দেশের তৈরি পোশাকের দাম কমেছে।
- সস্তা হয়েছে মোবাইল, গাড়ির ব্যাটারি, এলইডি এবং এলসিডি টিভি, বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক ব্যাটারি।
- এছাড়া চামড়াজাত দ্রব্য, বরফজাত মাছ, সামুদ্রিক মাছ-সহ একাধিক সিফুডের দাম কমেছে।