ঢাকা, ২৪ অক্টোবর: সিত্রাংয়ের (Sitrang) আতঙ্কে কাঁপছে বাংলাদেশ (Bangladesh)। ২৫ অক্টোবর ভোরে বাংলাদেশে তিনকোণা এবং সন্দ্বীপে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং। বাংলাদেশে সিত্রাং আছড়ে পড়লে, তার কতটা প্রভাব সে দেশের মানুষের উপর পড়বে, তা নিয়ে জারি করা হয়েছে সতর্কতা। সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশে বরিশাল-চট্টগ্রাম পাড়ি দেবে ঘূর্ণিঝড় সিত্রাং। সিত্রাংয়ের প্রভাবে যাতে ক্ষয়ক্ষতি রোধ করা যায়, তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ প্রশাসনের তরফে।
জানা যাচ্ছে, সোমবার মাঝ রাতের মধ্যেই শক্তিশালী সিত্রাং বাংলাদেশে প্রবেশ করবে। মঙ্গলবার ভোর হতে না হতেই সেটি বরিশাল-চট্টগ্রাম পাড়ি দেবে ঘূর্ণিঝড়। সিত্রাং দাপট দেখাতে পারে বাংলাদেশর ১৩টি জেলায়। ফলে আগে থেকেই বাংলাদেশের ১৩টি জেলায় জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।
সিত্রাংয়ের প্রভাবে বাংলাদেশের বাগেরহাট, খুলনা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালি, বরিশাল, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, নোয়াখালি, ফেণী, চাঁদপুর, ফিরোজপুরে ক্ষয়ক্ষতি হতে পারে। ফলে বাংলাদেশের এই ৭ জেলায় প্রশাসনের তরফে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। সিত্রাংয়ের প্রভাবে যাতে ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য বিমানবন্দরগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা।