Prime Minister of Canada Mark Caney (Photo Credit: X@narendramodi)

কানাডায় ফেডারেল নির্বাচনে কে পরাজিত করে টানা চতুর্থবার জয়ী হয়েছে লিবারেল পার্টি। একই সঙ্গে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। স্থানীয় সময় সোমবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর সর্বশেষ এই তথ্য জানা গিয়েছে। ফলে দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল পার্টিই আবারও কানাডার শাসনভার হাতে তুলে নেবে। একই সঙ্গে অটোয়ার কাছে নেপিয়ান আসনে বিপুল ভোট জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

জয়ের পর মার্ক বলেন, আমেরিকা আমাদের ভূমি, আমাদের সম্পদ, আমাদের জল, আমাদের দেশ চায়। এগুলো ফাঁকা হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভাঙতে চাইছেন যাতে আমেরিকা আমাদের মালিকানা নিতে পারে। এটা কখনোই হবে না। কিন্তু আমাদেরও এও বাস্তবতা উপলব্ধি করতে হবে যে, আমাদের বিশ্ব মৌলিকভাবে বদলে গেছে।

কানাডার ভাবী প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কানাডার ভাবী প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী. মার্ককে অভিনন্দন জানিয়ে ভারত-কানাডা সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভারত ও কানাডা গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসনের প্রতি দৃঢ় অঙ্গীকার ও মানুষে মানুষে প্রাণবন্ত সম্পর্কের দ্বারা আবদ্ধ। আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং আমাদের জনগণের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

উল্লেখ্য, কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে পরাজিত করে টানা চতুর্থবার জয়ী হয়েছে লিবারেল পার্টি। দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল পার্টিই আবারও কানাডার শাসনভার হাতে তুলে নেবে। একই সঙ্গে অটোয়ার কাছে নেপিয়ান আসনে বিপুল ভোট জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।