China Covid Situation (Photo Credit: Twitter)

বেজিং, ১৩ জানুয়ারি: চিনে (China) হু হু করে ছড়াচ্ছে করোনা। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে চিনের একাধিক প্রদেশে হু হু করে করোনা সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করে। আগামী ২,৩ ধরে চিনে এভাবেই সংক্রমণ ছড়াবে। তা কমার কোনও লক্ষণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার (COVID 19) জেরে চিনে ইতিমধ্যেই ৯০০ মিলিয়ন মানুষ সংক্রমিত হয়েছেন বলে রিপোর্টে প্রকাশ। চিন জুড়ে সংক্রমণ আকাশ ছুঁয়ে ফেললেও, তা এই মুহূর্তে কমবে না। দিনের পর দিন তা বাড়বে বলেই মনে করছেন চিকিৎসকরা। বর্তমানে চিনের একাধিক প্রদেশে সংক্রমণ বাড়লেও, এরপর আক্রান্তের সংখ্যা গ্রামে ছড়াবে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। চিকিৎসা পরিষেবার অভাবে চিনের একাধিক গ্রামে পরিষেবাকেন্দ্রগুলি বন্ধ হতে শুরু করছে। চিকিৎসকরাই সেখানে স্বাস্থ্য পরিষেবাকেন্দ্র বন্ধ করে দিচ্ছেন বলে  জানা যায়। সেই পরিস্থিতি আর কয়েক মাসের মধ্যে আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা।

রিপোর্টে প্রকাশ, চিনের ঘাসু প্রদেশে ৯১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত। ইউনান প্রদেশে সংক্রমণের মাত্রা ৮৪ শতাংশ। অন্যদিকে কাংঘাই প্রদেশে ৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: COVID 19 In China: করোনায় আক্রান্তদের সঠিক তথ্য প্রকাশ করুক চিন, ফের সুর চড়াল হু

সামনেই চিনে লুনার নিউ ইয়ার অর্থাৎ নববর্ষ। এই সময় চিন জুড়ে ছুটির মরশুম শুরু হবে। লুনার নিউ ইয়ার উপলক্ষ্যে বহু মানুষ ঘুরতে, বেড়াতে বের হবেন। ফলে ওই সময় চিনে সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত লুনার নিউ ইয়ারের ছুটি শুরু হবে। ওই সময় মানুষ ঘুরতে, বেড়াতে বের হলেও, প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে চিকিৎসকরা সতর্কতা জারি করেন।