Gaza (Photo Credit: X)

দীর্ঘ ১৬ মাস আগের ঘটনার দায় নিয়ে এখন পদত্যাগ করলেন ইজরায়েলের সেনাবিহানীর প্রধান হালেভি। গাজায় ৪২ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেনাপ্রধানের পাশাপাশি ইজরায়েল সেনার বেশ কয়েকদন শীর্ষ কর্তা, পদাধিকারিও ইস্তফা দিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত টপকে হাজারে হাজারে হামাস জঙ্গি ইজরায়েলে ঢুকে পড়ে ধ্বংসলীলা চালিয়েছিল। হামাস জঙ্গিবাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল অসহায় ইজরায়েলদের। অমানবিকভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে বেশ কয়েকজন ইজরায়েলিকে পণবন্দি করে গাজায় ধরে নিয়ে গিয়েছিল হামাস।

অভিশপ্ত ৭ অক্টোবর

অভিশপ্ত ৭ অক্টোবর জঙ্গিদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ১২০০ ইজরায়েলি। এই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় কাঠগড়ায় উঠেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ও সেনাবিহানীর প্রধান হালেভির।

সেনাপ্রধানের ইস্তফা

 

ফের পণবন্দিদের মুক্তি দিচ্ছে হামাস

এদিকে, আগামী রবিবার ইজরায়েলের আরও চার মহিলা পণবন্দিকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করল হামাস। দু'দিন আগে তিনজন মহিলা পণবন্দিকে ইজরায়েলের হাতে তুলে দিয়েছিল হামাস। যুদ্ধবিরতির চুক্তি মেনে ইজরায়েলেও ১০ জন প্যালেস্টাইন বন্দিদের মুক্তি দিয়েছে।