দিল্লি, ২১ জানুয়ারি: ভারতের (India) প্রশংসা করায় দুই ইউটিবারকে (Pakistani YouTubers) ফাঁসিতে ঝোলাল পাকিস্তান?এমনই একটি খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। পাকিস্তানি ইউটিউবার সানা আমজাদ (Sana Amjad) এবং সোহেব চৌধুরিকে (Shoaib Chaudhary) পাকিস্তানি সেনা (Pakistani Army) মৃত্যুদণ্ড দিয়েছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, সম্প্রতি সানা আমজাদ এবং সোহেব চৌধুরী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে ভারতের উন্নয়নের কথা বলেন। ভারতের প্রশংসা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও (Narendra Modi) শোনা যায় সানা আমজাদ এবং সোহেব চৌধুরীর গলায়। ওই ঘটনার পর থেকেই সানা আমজাদ এবং সোহেব চৌধুরীর কোনও খোঁজ মিলছে না বলে খবর।
জানা যাচ্ছে, গত ২ সপ্তাহ ধরে সানা আমজাদ এবং সোহেব চৌধুরী নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে কোনও কিছু পোস্ট করছেন না। এতদিন ধরে দুই ইউটিউবারের ইউটিউব চ্যানেলে একসঙ্গে কিছু পোস্ট হচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
যদিও পাকিস্তান সরকারের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য় করা হয়নি। এমনকী আন্তর্জাতিক মানবাধিকার কমিশনও এ বিষয়ে চুপ করে রয়েছে কেন, তা নিয়েও উঠতে শুরু করে প্রশ্ন।
প্রসঙ্গত সানা আমজাদ এবং সোহেব চৌধুরীকে দেখা যেত, রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষকে একাধিক বিষয়ের উপর প্রশ্ন করতে। সানা এবং সোহেবের এই ভিডিয়ো ভারতেও জনপ্রিয় ছিল। গত ১৯ দিন ধরে সানা এবং সোহেবের কোনও খোঁজ মিলছে না। শোনা যাচ্ছে, সানা এবং সেহেবকে গ্রেফতার করে তাঁদের মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে পাক সেনা।