Novak Djokovic. (Photo Credits: X)

Australian Open Tennis 2025: একেবারে অবিশ্বাস্য জয় ৩৭-র তরুণ নোভাক জকোভিচের (Novak Djkovic)। এই মুহূর্তের দুনিয়ার সবচেয়ে ফিট ও তরুণ সফল খেলোয়াড়ের বিরুদ্ধে এক সেটে পিছিয়ে পড়ে, গুরুতর চোট নিয়েও জিতে গেলেন জকোভিচ।সেই সঙ্গে গত বছর উইম্বলডন ফাইনালে হারের মধুর প্রতিশোধটাও তুলে নিলেন জকোভিচ। এদিন রড লেভার এরিনায় জকোভিচের ম্যাচ শেষ হতে বেজে গেল রাত ১টা। যা নিয়ে ঠাট্টা করে টেনিস বিশ্বের জোকার বললেন, "মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ব। কাল সকালে কখন উঠব জানি না।" গ্যালারিতে নিজের ছোট্ট ছেলেমেয়ে দেখে বললেন, রাত ১টা বাজল, তোরা এখনও ঘুমোলি না?

স্পেনের কার্লোস আলকারাজকে এক সেটে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে তাঁর কেরিয়ারের ৫০তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে উঠলেন। চার সেটের কঠিন লড়াইয়ে জকোভিচ পিছিয়ে থেকে জিতলেন ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪। প্রথম খেলোয়াড় হিসেবে ২৫টা গ্র্যান্ডস্লাম জেতা থেকে আর মাত্র দুটি ম্যাচ দূরে সার্বিয়ান মহাতারকা।

কেরিয়ারের অন্যতম সেরা জয় জকোভিচের

দ্বিতীয় সেটে পায়ে চোট পেয়ে খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন বলে ম্যাচ শেষে জকোভিচ জানালেন। মাত্র ২৩ বছরের চূড়ান্ত ফিট টুর্নামেন্টের তৃতীয় বাছাই স্পেনের আলকারাজ-কে বিরুদ্ধে চোটে জর্জরিত ৩৭-এর সপ্তম বাছাই জকোভিচ যেভাবে কামব্যাক করে জিতলেন, তাতে অনেকেই বলছেন সাম্প্রতিককালে এটাই পেশাদার টেনিসের সেরা ম্য়াচ।

আরও পড়ুন: ইডেনে এক স্পিনারে ইংল্যান্ড, বাটলারদের চোখ বিশ্বকাপের সেমিতে হারের প্রতিশোধে

জকোভিচের প্রথম গ্র্যান্ডস্লামের সময় মাত্র ৩ বছরের শিশু আলকারাজ সবটা উজাড় করেও হেরে গেলেন। সেমিফাইনালে টুর্নামেন্টের সাত নম্বর বাছাই জকোভিচের প্রতিপক্ষ দু নম্বর বাছাই জার্মানির আলেকজান্দার জেভরেভ।