গত সোমবারই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে এদিন রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। আর সেই কারণে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। এদিন লুঙ্গি ও একটি পাঞ্জাবী পরে অ্যাম্বুলেন্স থেকে নামেন তিনি। জানা যাচ্ছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। আর সেই কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যদিও বর্তমানে তাঁর অবস্থা আপাতত স্থীতিশীল রয়েছে। আপাতত অবর্জাভেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।
শারীরিক অবস্থা স্থীতিশীল
যদিও বর্তমানে ভালোই রয়েছেন পার্থ। সন্ধেয় হাসপাতালের তরফ থেকে একটি বুলেটিন প্রকাশ করে এই বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও কীভাবে এই পরিস্থিতি হল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, গত সোমবার ইডির করা নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান পার্থ। তবে এখনও সিবিআইয়ের মামলার কারণে বন্দিদশা থেকে এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।
নিয়োগ দুর্নীতি মামলা
উল্লেখ্য, ২০২২ সালে ২৩ জুলাই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয় পার্থ। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল। তারপর জেরার মুখে পড়ে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী।