Saif Ali Khan Health Update (Photo Credits; Instagram)

ছুরিকাহত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ, মঙ্গলবার বাড়ি ফিরেছেন বলিউড তারকা সইফ আলি খান (Saif Ali Khan)। সইফ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁর ওপর আক্রমণ কাণ্ডের তদন্ত নিয়ে রহস্য বাড়ছে। এই রহস্যের মাঝে সইফের ওপর আক্রমণের প্রাথমিক তদন্তকারী অফিসারকে সরানো হল। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হল, বলিউড তারকা সইফ আলি খানের ওপর ছুরি দিয়ে আক্রমণ কাণ্ডে শুরুতে তদন্তকারী অফিসরকে পিআই সুদর্শন গায়কোয়েড়কে সরিয়ে অজয় লিঙ্গনুরকারকে দায়িত্ব দেওয়া হল। কিন্তু এই বদল তা জানানো হয়নি।

ঠিক কী হয়েছিল

সইফের বাড়িতে ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় ৩০ বছর বয়সি মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করছে মুম্বই পুলিশ। পাঁচ মাস আগে সেই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে ঢুকে পড়ে , কাজের জন্য মুম্বইতে এসেছিল বলে দাবি।

সইফ কাণ্ডে নয়া তদন্তকারী অফিসার

সইফের নিরাপত্তা জোরদার

তবে এই বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে সংবাদমাধ্যমের একাংশের দাবি। পাঁচ দিনের মাথায় লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা ছুটি দিয়েছেন সইফ আলি খান-কে। নিজের বান্দ্রার অ্যাপার্টমেন্টেই আততায়ীর হাতে আহত হন নবাব। পরপর ছ'বার ছুরির কোপ পড়ে তাঁর উপর। এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে পটৌদি পরিবার। এত দিন পর্যন্ত কোনরকম দেহরক্ষী সঙ্গে রাখতেন না সইফ কিংবা করিনা (Kareena Kapoor Khan) কেউই। কেবল কোন অনুষ্ঠানে গেলে তাঁরা নিরাপত্তারক্ষী সঙ্গে রাখতেন। তবে হামলার ঘটনার পর নিরাপত্তা সচেতন হয়েছে গোটা পরিবার।