দিনেদুপুরে ব্যারাকপুরে (Barrackpore) অতীন্দ্র সিনেমা হলের কাছে একটি রেস্তোরাঁয় আগুন লাগল। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পাশের একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে চলে এসেছিল একাধিক ইঞ্জিন। পাশাপাশি এসেছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও প্রশাসনিক আধিকারিকরা। ঘন্টাখানেকের চেষ্টায় অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে দোকানগুলিতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকল আধিকারিকদের। যদিও আগুন কীভাবে লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
জানা যাচ্ছে, সিনেমা হলের পাশে একটি বহুতলের দোতলায় থাকা একটি রেস্তোরাঁয় আচমকা আগুন লাগে। সেখান থেকে আগুন নীচের তলায় একটি কাপড়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ও ধোঁয়া দেখেই স্থানীয় বাসিন্দারা জল দিয়ে নেভাতে যায়। তারপর ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
A fire broke out at a shopping mall on Ghoshpara Road in Barrackpore on Monday. The fire rapidly spread across multiple floors, causing heavy smoke to billow from the building. Three fire tenders were immediately dispatched to the scene to combat the blaze. pic.twitter.com/ikFH4hrAVO
— Taaza TV (@taazatv) January 21, 2025