
বছরখানেক ধরে ব্যারাকপুরে (Barrackpore) এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। প্রতিবেশীদের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। অবশেষে রবিবার ব্যারাকপুরে থেকে আটক করা হল তিন বাংলাদেশিকে। জানা যাচ্ছে, চোরাপথে এদেশে এসে বসবাস করছিল তাঁরা। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছিল একাধিক গোপন নথিপত্র। ধৃতদের নাম মেহেন্দি হাসান, মজনু গাজী এবং মহা কমল শেখ। এদিন তাঁদের আটক করার পর বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
চোরাপথেই ভারতে ঢুকেছিল বাংলাদেশিরা
পুলিশসূত্রে খবর, রহড়া থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা সকলেই খুলনার বাসিন্দা। পুলিশি জেরায় তাঁরা জানিয়েছেন, অবৈধভাবে এদেশে প্রবেশ করলেও তাঁদের পরিকল্পনা ছিল দিনকয়েক আত্মীয়র বাড়িতে থেকে আবারও চোরাপথে বাংলাদেশ ফিরে যাবেন। কিন্তু এরমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হল। সেনা অভ্যুত্থানের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।
এই অবস্থায় তাঁরা আতঙ্কে দেশে ফিরতে চায়নি। তারপর থেকেই আত্মীয়র বাড়িতে লুকিয়ে থাকা শুরু করে। এবং অবৈধ নথিপত্রও বানিয়ে নেয়। অবশেষে রবিবার তিনজনকে হাতেনাতে ধরেও ফেলে পুলিশ। সেই সঙ্গে যাঁদের বাড়িতে এরা ছিলেন, তাঁদেরও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।