কলকাতা, ২৭ জুলাই: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) গরমের দাপটে বীতশ্রদ্ধ মানুষ। ছিঁটেফোঁটা বৃষ্টিতে মাটি ভিজছে কিন্তু গরমের থেকে রেহাই মিলছে না। ভারী বৃষ্টির দিকে মুখ চেয়ে রাজ্যবাসী। ওদিকে উত্তরবঙ্গে (North Bengal) ফের শুরু হয়েছে বৃষ্টি। আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী ২৪ ঘণ্টা এই অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। এর জেরে সিকিম ও উত্তরবঙ্গ সংলগ্ন পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আজ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বুধ থেকে শুক্র, এই তিনদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ থেকে আকাশ আংশিক মেঘলা। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আরও পড়ুন, একদিনে সংক্রামিত ৫০ হাজার ছুঁই ছুঁই, ভারতে করোনার গ্রাসে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন
পূর্বাংশ সরে গিয়ে গয়া, বাঁকুড়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর । আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরল উপকূলের লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায়। এই সিস্টেম এর প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন-চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে ওড়িশা, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরাতে। আগামী ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ ভারতের উপকূলের রাজ্যগুলিতে, মূলত কঙ্কন ও গোয়া এলাকায়।