নতুন দিল্লি, ২৭ জুলাই: রবিবার সারা দিনেই ভারতে করোনায় আক্রান্ত (Covid-19 Cases In India) হলেন ৪৯ হাজার ৯৩১ জন। এক দিনে মৃত্যু হয়েছে ৭০৮ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী আজ ২৪ ঘণ্টার সংক্রমণের সংখ্যা পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিল। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন। এই মহামারীতে মৃত্যু মিছিলে শামিল ৩২ হাজার ৭৭১ জন। এই মুহূর্তে সংক্রামিত ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৯৯১ জন। সবমিলিয়ে ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৭। এদের মধ্যে একজন রোগীকে তাঁর দেশে পাঠানো হয়েছে।
করোনা মহামারীতে ধারবাহিকভাবে বিপর্যস্ত রাজ্য হল মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৩ লক্ষ ৭৫ হাজার ৭৯৯ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ৬৫৬। ২ লক্ষ ১৩ হাজার ৭২৩ জন আক্রান্ত নিয়ে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৪৯৪। নতুন ১ হাজার ৭৫ জন আক্রান্তকে নিয়ে রাজধানীতে করোনার গ্রাসে মোট ১ লক্ষ ৩০ হাজার ৬০৬ জন। এই মুহূর্তে সংক্রামিত ১১ হাজার ৯০৪ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৮২৭। এই মুহূর্তে নতুন করোনাভাইরাস হটস্পট কর্ণাটক। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯৯ জন। সবমিলিয়ে কর্ণাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৪১। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮২ জন। কর্ণাটকে করোনায় মোট মৃত ১ হাজার ৮৭৮ জন। আরও পড়ুন-Omar Abdullah: ‘ক্ষমতাহীন শাসনে ইচ্ছে নেই, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে লড়ব না’, ওমর আবদুল্লা
বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬.১ মিলিয়ন ছাড়িয়ে গেল। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে করোনার মৃত্যু মিছিলে শামিল ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি মানুষ। এই মুহূর্তে বিশ্বে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ৭৯৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৪৭ হাজার ৯১০। ৪১ লক্ষ ৭৮ হাজার ২৭ জন আক্রান্তকে নিয়ে বিশ্বে সবথেকে বেশি করোনা বিধ্বস্ত দেশ আমেরিকা। মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৪৬০। ২৪ লক্ষ ১৯ হাজার ৯১ জন আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে মোট মৃত ৮৭ হাজার ৪ জন। করোনায় বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানটিতে এখন ভারত।