পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-র এক্সিট পোল (File Photo)

কলকাতা, ২৯ এপ্রিল: আজ রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021 ) অষ্টম দফার (8th Phase Poll) ভোট শেষ হল। ভোট গ্রহণের শেষের পরই এল বুথ ফেরত সমীক্ষা। নীলবাড়ির দখল কে নিচ্ছে? তা জানা যাবে আগামী ২মে। তবে নির্বাচনের দৌড়ে কোন দল এগিয়ে? কে বানাতে চলেছে সরকার? কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে? তা জানা যাবে এই এক্সিট পোলে। কোন সমীক্ষা কী বলছে? রইল EXIT POLL-র ফলাফল।

এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সংযুক্ত মোর্চা কার্যত কোমর বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। বিশেষতঃ তৃণমূল ও বিজেপির রোড শো থেকে জনসভায় দেখা গেছে কাতারে কাতারে কর্মী, সমর্থক ও জনগণের ভিড়। ভোটযুদ্ধে কেউ কাউকে এক চুলও ছাড়তে রাজি নয়। লাগাতার আক্রমণ ও পাল্টা আক্রমণ শানিয়েছেন শাসক ও বিরোধী দলীয় নেতা, মন্ত্রীরা। এরমধ্যেই উঠে এসেছে নানান বিতর্কে। নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সভায় দুই দলই বুঝিয়ে দিয়েছে লড়াইটা বেশ কঠিন। শুধু বাংলাই নয় এই নির্বাচনের ফলের দিকে তাকিয়ে গোটা ভারত।

২০১১-র বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনে লড়াই করে তৃণমূল জিতেছিল ২১১ আসনে। কংগ্রেস ৯২ আসনে লড়াই করে জিতেছিল ৪৪ আসনে। সিপিএম ১৪৮ আসনে লড়াই করে পেয়েছিল ২৬ আসন। এরপর ২০১৬-র বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে ২১১টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল তৃণমূল। সে বার বিজেপি খড়্গপুর সদর, মাদারিহাট এবং বৈষ্ণবনগরের এই ৩টি আসন জিততে পেরেছিল। সেবছর বামফ্রন্ট আর কংগ্রেস জোট করেছিল।তারা আসন পেয়েছিল ৭৭টি।

২০২১-র নির্বাচনের আগে ২০১৯-র লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভোট বৃদ্ধি পায় ৩৮ শতাংশ। ২০১৯-এ ১৮টি লোকসভা আসনে জেতে বিজেপি। ২০২১-এ মোট ২৯৪ টি আসনের মধ্যে নির্বাচন হয়েছে ২৯২টিতে। সংখ্যাগরিষ্ঠ সংখ্যা ১৪৮।

রইল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-র এক্সিট পোলের রিপোর্ট (West Bengal Assembly Election 2021  Exit Poll Result)-

সি ভোটারের (CVoter) সমীক্ষা অনুযায়ী,

তৃণমূল কংগ্রেস- ১৫২-১৬৪

বিজেপি- ১০৯-১২১

সংযুক্ত মোর্চা- ১৪-২৫

অন্যান্য-০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস-৪২%

বিজেপি-৩৯%

সংযুক্ত মোর্চা-১৫%

অন্যান্য-৪%

প্রথম দফায় নির্বাচনের ফল-

তৃণমূল কংগ্রেস- ১৪

বিজেপি- ১৫

সংযুক্ত মোর্চা- ১

অন্যান্য- ০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস- ৪২%

বিজেপি- ৪৩%

সংযুক্ত মোর্চা- ১১%

অন্যান্য- ৪%

দ্বিতীয় দফায় নির্বাচনের ফল-

তৃণমূল কংগ্রেস- ১৬

বিজেপি- ১৩

সংযুক্ত মোর্চা- ১

অন্যান্য- ০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস- ৪৪%

বিজেপি- ৩৭%

সংযুক্ত মোর্চা- ১৫%

অন্যান্য- ৪%

তৃতীয় দফায় নির্বাচনের ফল-

তৃণমূল কংগ্রেস- ১৯

বিজেপি- ১২

সংযুক্ত মোর্চা- ০

অন্যান্য- ০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস- ৪৬%

বিজেপি- ৩৮%

সংযুক্ত মোর্চা- ১৩%

অন্যান্য- ৩%

চতুর্থ দফায় নির্বাচনের ফল-

তৃণমূল কংগ্রেস- ২১

বিজেপি- ২১

সংযুক্ত মোর্চা- ২

অন্যান্য- ০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস- ৪৪%

বিজেপি- ৪১%

সংযুক্ত মোর্চা- ১২%

পঞ্চম দফায় নির্বাচনের ফল-

তৃণমূল কংগ্রেস- ২৫

বিজেপি- ১৮

সংযুক্ত মোর্চা- ২

অন্যান্য- ০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস- ৪১%

বিজেপি- ৪২%

সংযুক্ত মোর্চা- ১৩%

অন্যান্য- ৪%

ষষ্ঠ দফায় নির্বাচনের ফল-

তৃণমূল কংগ্রেস- ১৭

বিজেপি- ১৫

সংযুক্ত মোর্চা- ১

অন্যান্য- ০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস- ৩৯%

বিজেপি- ৪২%

সংযুক্ত মোর্চা- ১৬%

অন্যান্য- ৩%

সপ্তম দফায় নির্বাচনের ফল-

তৃণমূল কংগ্রেস- ২১

বিজেপি- ১০

সংযুক্ত মোর্চা- ৩

অন্যান্য- ০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস- ৪৪%

বিজেপি- ৩৭%

সংযুক্ত মোর্চা- ১৭%

অন্যান্য- ২%

অষ্টম দফায় নির্বাচনের ফল-

তৃণমূল কংগ্রেস- ১৫

বিজেপি- ১১

সংযুক্ত মোর্চা- ৯

অন্যান্য- ০

শতাংশের হিসেবে,

তৃণমূল কংগ্রেস- ৪২%

বিজেপি- ৩৯%

সংযুক্ত মোর্চা - ৯, ১৭%

রিপাবলিক সিএনএক্স-র (REPUBLIC CNX) এক্সিট পোল-

বিজেপি- ১২৮-১৩৮

তৃণমূল কংগ্রেস- ৯৬-১২৫

সংযুক্ত মোর্চা- ১১-২১

অন্যান্য-০

শতাংশের হিসেবে,

বিজেপি- ৪২.৭৫%

তৃণমূল কংগ্রেস- ৪০.০৭%

সংযুক্ত মোর্চা -১৪.৪২%

অন্যান্য-০২.৭৬%

টাইমস নাও সি ভোটারেরর (TIMES NOW CVoter) সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস- ১৫৮

বিজেপি- ১১৫

সংযুক্ত মোর্চা- ১৯

অন্যান্য- ০

ইটিজি রিসার্চ-র (ETG Research) সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস- ১৬৪-১৭৬

বিজেপি- ১০৫- ১১৫

সংযুক্ত মোর্চা- ১০-১৫

অন্যান্য- ০-১

নিউজ এক্স পোলস্ট্রাট- র (NEWSX Polstrat) সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস- ১৫২-১৬২

বিজেপি- ১১৫-১২৫

সংযুক্ত মোর্চা- ১৬-২৬

অন্যান্য-০

ইন্ডিয়া নিউজ-জন কি বাত-র (India News-Jan Ki Bat) সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস- ১০৪-১২১

বিজেপি- ১৬২-১৮৫

সংযুক্ত মোর্চা- ৩-৯

অন্যান্য- ০

পি মার্ক-  র (P-MARQ) সমীক্ষা অনুযায়ী-

তৃণমূল কংগ্রেস- ১৫২-১৭২

বিজেপি- ১১২-১৩২

সংযুক্ত মোর্চা- ১০-২০

অন্যান্য-০

 

(বিধিবদ্ধ সতর্কতা: এক্সিট পোলের  সমীক্ষা ভুলও হতে পারে)