কলকাতা, ৫ মে: মঙ্গলবার সকালের তুমুল ঝড়বৃষ্টি (Rainfall) এক ধাক্কায় দক্ষিণবঙ্গের তাপদগ্ধ শরীরে এমন জাদু প্রলেপ দিয়েছে যে, এই বৃহস্পতিবারের সকালেও গরম ঠিক তেমনভাবে অনুভূত হচ্ছে না। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় রয়েছে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন এই তাপমাত্রার কোনও হেরফের ঘটবে না। তবে এদিন সকাল থেকেই আকাশজুড়ে মেঘের ঘনঘটা, ফের ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়াবৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার হবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি।
এদিকে ঘূর্ণিঝড়ের ধেয়ে আসার খবর মিলেছে। মৌসম ভবনের তথ্যসূত্র অনুযায়ী আগামী ৬ মে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হতে পারে। মে মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তাই পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।