West Bengal Monsoon: টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দিনভর বর্ষণমুখর দক্ষিণবঙ্গ
Rain, Representational Image (Photo Credits: File Photo)

কলকাতা, ২০ সেপ্টেম্বর: ভোররাত থেকেই একটানা মুষলধারায় বৃষ্টিতে (West Bengal Monsoon) ইতিমধ্যেই জলমগ্ন শহর কলকাতা৷ বলা যত বাড়ছে উত্তর থেকে দক্ষিণ জলযন্ত্রণার ছবিটা স্পষ্ট হচ্ছে৷ গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১১৪.২ মিলিমিটার। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হতে পারে৷ এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার মহানগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি। সেই সঙ্গে চলবে বৃষ্টি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। বলাবাহুল্য, বৃষ্টির দিনে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে। হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। আরও পড়ুন-Punjab CM-Designate Charanjit Singh Channi Is In Gurudwara: গুরুদ্বারে সারলেন পাঞ্জাবের ভাবি মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরেই বেড়েছে বৃষ্টির দাপট। আগামী কয়েক ঘণ্টায় কলকাতায় তো বৃষ্টি হবেই। সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলতে পারে দুই মেদিনীপুরেও৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। বর্তমানে তা উত্তর ওড়িশা, বাংলা ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। সেখান থেকেই বজ্রগর্ভ মেঘ হয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে এর প্রভাব বেশি থাকবে। বর্তমানে মৌসুমি অক্ষরেখা জামশেদপুর-দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।