বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িতে ভাঙচুর (ছবিঃX)

নয়াদিল্লিঃ বাংলাদেশে(Bangladesh) ফের ছড়াল শেখ হাসিনা(Sheikh Hasina) বিরোধী বিক্ষোভের আঁচ। এবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের(Sheikh Mujibur Rahman) স্মৃতি বিজড়িত ধানমন্ডির(Dhanmandi) বাড়িও। বুধবার রাতে সেই বাড়িতে হামলা চালাল একদল বিক্ষোভকারী। ভাঙচুর চালানো হয় ওই বাড়িতে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশবাসীর কাছে বিচার চাইলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা মুজিব-কন্যা শেখ হাসিনা।

বাংলাদেশে ফের ছড়াল অশান্তির আগুন, ভাঙা হল বঙ্গবন্ধুর ধানমান্ডির বাড়ি

জানা গিয়েছে, এদিন রাতে প্রথমে ধানমন্ডির বাড়ির শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। ওঠে হাসিনা বিরোধী স্লোগান। তারপরই বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় হামলাকারীরা। বুলডোজার এনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটির একাংশ। তবে এই প্রথম নয় গত বছরের ৫ অগস্ট হাসিনা দেশ ছাড়ার পরও হামলা চালানো হয়েছিল ওই বাড়িতে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। গত বছরের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। গঠিত হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু তাতেও শান্তি ফেরেনি বাংলাদেশে।

ফের উত্তপ্ত বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িতে হামলা