![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/02/Shehbaaz-Sharif.jpg?width=380&height=214)
দিল্লি, ৫ ফেব্রুয়ারি: ভারতের (India) সঙ্গে সবকিছু মিটিয়ে নিতে চায় পাকিস্তান (Pakistan)। কাশ্মীর-সহ (Kashmir)যে বিভিন্ন ইস্যু রয়েছে ভারতের সঙ্গে, তার সবটা মিলিয়ে ফেলতে চায়। আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে পাকিস্তান মিটিয়ে ফেলতে চান সমস্ত ধরনের সমস্যা। এবার এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)।
পাক অধিকৃত কাশ্মীরের (POK) মুজফফরাবাদের একটি অনুষ্ঠানে হাজির হন শেহবাজ। আর সেখানেই নওয়াজ শরিফের ভাই বলেন, রাষ্ট্রসংঘের নীতি অনুযায়ী আলোচনায় বসা উচিত ভারতের। আলোচনার মাধ্যমে কাশ্মীর-সহ ভারতের সঙ্গে যে সমস্ত সমস্যা রয়েছে, তার সবটা ইসলামাবাদ মিটিয়ে নিতে চায় বলে জানান শেহবাজ শরিফ।
পাক প্রধানমন্ত্রীর কথায়, 'আমরা চাই কাশ্মীর-সহ সমস্ত ইস্যু ভারতের সঙ্গে মিটিয়ে নিতে।' ২০১৯ সালের ৫ অগাস্টের সমস্ত কিছু ভুলে গিয়ে রাষ্ট্রসংঘের নীতি মেনে ভারতের আলোচনার জন্য এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন শেহবাজ শরিফ।
যদিও শেহবাজ শরিফের ওই মন্তব্যের প্রেক্ষিতে পালটা ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।