শিবপুরী, ৬ ফেব্রুয়ারিঃ মাঝ আকাশ থেকে ধসে পড়ল যুদ্ধবিমান (Fighter Jet)। আজ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবপুরী জেলার একটি গ্রামে ভেঙে পড়েছে ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমানটি (IAF)। বিমানে থাকা দুই পাইলট সঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ায় প্রাণে বেঁচে গিয়েছেন। তবে গুরুতরভাবে জখম হয়েছেন তাঁরা। প্রশিক্ষণের সময়েই ঘটেছে অঘটনটি। নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। মাটিতে পড়া মাত্রই তাতে দাউদাউ করে আগুন জলে ওঠে। দুর্ঘটনার নানা ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই সমস্ত ছবি ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা।
জানা যাচ্ছে, বিধ্বস্ত বিমানটি ছিল ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) দুটি আসন বিশিষ্ট মিরাজ ২০০০। দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধবিমান থেকে ঝাঁপিয়ে প্রাণে বাঁচার পর পাইলট নিজে ফোন করে খবর দেন তাঁর সহকর্মীদের। তাঁর চোখে মুখে লেগে রক্ত। ধুলোমাখা সারা শরীর। যুদ্ধবিমান ধসে পড়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের তরফে দ্রুত সাহায্যকারী দল পাঠানো হয়েছে। তবে কী কারণে যুদ্ধবিমানটি দুর্ঘটনার শিকার হল তা এখনও স্পষ্ট নয়।
আছড়ে পড়ে দাউদাউ করে জ্বলছে যুদ্ধবিমানঃ
Shivpuri, Madhya Pradesh: An army plane crashed resulting to Both pilots were injured and have been sent to the district hospital. The Superintendent of Police and Collector reached the spot pic.twitter.com/TbJ0aT5gVQ
— IANS (@ians_india) February 6, 2025
প্রতিরক্ষা কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় ভারতীয় বিমান বাহিনীর দুটি আসন বিশিষ্ট মিরাজ ২০০০ ধসে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে কর্মকর্তরা।