মধ্যরাতের প্রার্থনায় মমতা ও অভিষেক (Photo Credits: ANI/ Twitter)

কলকাতা: রাত ১২ টা বাজার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে প্রার্থনা শুরু হয়েছে প্রভু যীশুর উদ্দেশ্যে। তাঁর আরাধনায় বিশেষ প্রার্থনা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন চার্চেও। প্রতিবারের মতো এবারও কলকাতার  (Kolkata) ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোসারিতে (Cathedral of The Most Holy Rosary) ফাদারদের সঙ্গে মধ্যরাতের বিশেষ প্রার্থনা (midnight mass Prayer) সামিল হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (West Bengal CM) ও তৃণমূল কংগ্রেসের (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক (National Gen Secy) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর কন্যা। আরও পড়ুন: Christmas Celebrations Begin In Kolkata: আলোর রোশনাইয়ে ঝলমলে পার্কস্ট্রিট, বেকারিতে জমছে ভিড় কেকের ক্রেতাদের

সবার মঙ্গল কামনা করার সঙ্গে সঙ্গে আমাদের সুন্দর রাজ্য (our beautiful state) ও দেশের (nation) যাতে আরও উন্নতি হয় এবং সবাই যাতে সুখে শান্তি জীবনযাপন করতে পারে তার জন্য প্রভু যীশুর কাছে আন্তরিক ভাবে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী ও ডায়মন্ডহারবারে সাংসদ।

দেখুন ভিডিয়ো: