বড়দিনের প্রাক্কালে সেজে উঠেছে পার্কস্ট্রিট

 কলকাতা: আর মাত্র কিছুক্ষণ। তারপরই গোটা বিশ্ব মেতে উঠবে বড়দিনের উৎসবে। ষীশুখ্রিস্টের আরাধনার পাশাপাশি মানুষ মেতে উঠবেন কেক কেটে ষীশুর জন্মদিন পালনে। বিশ্বের একটুকরো সেই ছবি যেন উঠে এসেছে কলকাতার (Kolkata) পার্কস্ট্রিট (Park street) চত্বরে। চারিদিকে অগুণতি মাথা আর আলোর ঝলকানিতে (lights up) যেন অচেনা রূপে সেজে উঠেছে প্রতিদিনের চেনা পার্কস্ট্রিট ও তার সংলগ্ন এলাকা।

আসলে গত দু বছর করোনা মহামারি কারণে ২৫ ডিসেম্বর উদযাপন সেভাবে হয়নি গোটা বিশ্ব তথা কলকাতায়। তাই এবার করোনার ভ্রুকটি কিছুটা থাকলেও প্রচুর মানুষের দেখা মিলেছে শনিবারের  পার্কস্ট্রিটের সন্ধ্যায়। ধর্মতলা ও পার্কস্ট্রিটের কেক শপগুলির পাশাপাশি গোটা শহরের কেকের দোকানের (bakery shops) দেখা মিলেছে ক্রেতাদের লম্বা লাইনের। শহরের প্রচুর ফুটপাতে অস্থায়ী দোকানে দেখা মিলেছে কম কিংবা বেশি দামের কেকের। ফলে সবাই মোটামুটি ক্রিসমাস কেক (Christmas cakes) বাড়ি ফিরছেন যীশু খ্রীস্টের জন্মদিন উদযাপন (Christmas festival) করার জন্য। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা রাস্তা বা রেল স্টেশনের বাইরে থাকা মানুষদের হাতে কেক তুলে দিয়ে সবার মধ্যে আনন্দে ছড়িয়ে দিতে চাইছেন।