দিলীপ ঘোষ (Photo Credits: ANI)

কলকাতা, ১২ মার্চ: আগেও নানা বিষয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। এবার করোনাভাইরাস নিয়ে দাওয়াই দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কয়েকদিন আগেই বলেছিলেন, করোনাভাইরাসে কিছু হবে না, মায়ের আশীর্বাদ আছে। আজ দিলীপ ঘোষের নয়া পরামর্শ, "করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঠেকাতে সাদা পরিষ্কার কাপড় কেটে নিজেরাই মাস্ক (Mask) তৈরি করে নিন।" বিজেপি রাজ্য সভাপতির কথায়, "এত মাস্ক সাপ্লাই দেওয়া যাবে না। ভাইরাসের সাইজ বড়, তাই কাপড়ই যথেষ্ট।" ।এর আগে 'গরুর দুধে সোনা থাকে' বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি।

করোনাভাইরাসের সংক্রমণকে 'বিশ্ব মহামারী' বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কোনও দেশই এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না। ভারতে এখনও পর্যন্ত ৭৩ জনের শরীরে বাসা বেঁধেছে এই মারণ ভাইরাস। এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য চিকিৎসকদের প্রাথমিক পরামর্শ, মাস্ক ব্যবহার করার। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা প্রধানত N 95 মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলা হয়েছে। এছাড়া হাঁচি-কাশির সময় নাকে-মুখে চাপা দেওয়া আবশ্যিক। আরও পড়ুন: Coronavirus In India: অপ্রতিরোধ্য করোনাভাইরাস, দুশ্চিন্তা বাড়িয়ে ভারতে আক্রান্তের সংখ্যা ৭৩

মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত। নতুন ভিসাও দেওয়া হবে না কাউকে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের (Coronavirus Outbreak in India) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। একাধিক অফিসে অনির্দিষ্টকালের জন্য দেওয়া হয়েছে ঘরে বসে কাজ করার নির্দেশ। এহেন অবস্থায় সকলকে শান্ত হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, "অযথা আতঙ্কিত হবেন না। করোনা ভাইরাস থেকে বাঁচতে সতর্ক হোন। আগামী বেশ কিছুদিনের জন্য দেশের কোনও নেতা-মন্ত্রী দেশের বাইরে যাবেন না। আমি দেশবাসীকেও অনুরোধ করছি, খুব প্রয়োজন না হলে দেশ ছেড়ে কোথাও বাইরে যাবেন না। যেসমস্ত এলাকা জনবহুল সেইসব এলাকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে।"