Man Hangs Himself After Record Video (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৬ মার্চ: আত্মহত্যার আগে ভিডিয়ো রেকর্ড (Video) করলেন এক ব্যক্তি। যে ভিডিয়োতে ফাইনানন্সার সঞ্জীব জৈনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। দিল্লির (Delhi) কৈলাশ নগরের বাসিন্দা মোহন ভারসনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার (Suicide) আগে সঞ্জীব জৈনের বিরুদ্ধে একাদিক অভিযোগ করেন। পাশাপাশি তাঁর এই চরম পদক্ষেপের জনয সঞ্জীব জৈন দায়ি বলে অভিযোগ করেন তিনি।

মৃত্যুর আগে মোহন ভারসনে আরও জানান, ২০১৪ সালে সঞ্জীব জৈনের কাছ থেকে তিনি ৫০ হাজার টাকা ধার করেছিলেন। তারপর থেকে তিনি টাকা মিটিয়ে যাচ্ছেন কিন্তু শেষ আর হচ্ছে না। বর্তমানে সঞ্জীব জৈন দাবি করেন, তিনি মোহনের কাছে ১০ লক্ষ টাকা পাবেন। এতদিন ধরে সুদে, আসলে টাকা মিটিয়েও সঞ্জীব জৈন বর্তমনে মিথ্যে বলছেন। এমনকী ওই ১০ লক্ষ টাকা তিনি মেটাতে না পারলে, মোহনের বাড়িতে গিয়ে চিৎকার, চেঁচামেচি করবেন বলে জানান।

সঞ্জীবের ওই হুমকির পর তিনি আর বেঁচে থাকতে চান না। সঞ্জীব যদি সবার সামনে চিৎকার করে তাঁকে অপমান করেন, তাহলে তাঁর মান সম্মান থাকবে না। তাই তিনি এই চরম পদক্ষেপ করছেন বলে আত্মহত্যার আগের ভিডিয়োতে জানান মোহন ভারসনে।

তিনি প্রতারণা করেননি। আত্মহত্যার আগে ভিডিয়ো রেকর্ড দিল্লির বাসিন্দার...

 

মোহনের কথায়, তিনি বহু টাকা মিটিয়েছেন। তা সত্ত্বেও সঞ্জীব মিথ্যে বলছেন। তাই তাঁর আর বেঁচে থাকার কোনও ইচ্ছে নেই। তিনি কারও ক্ষতি কখনও করেননি। কাউকে প্রতারণও করেননি। কিন্তু সঞ্জীব জৈন তাঁকে ছাড়লেন না বলে মৃত্যুর আগের ভিডিয়োতে অভিযোগ করেন মোহন ভারসনে নামে দিল্লির কৈলাস নগরের বাসিন্দা ওই ব্যক্তি।