Mahua Moitra vs Babul Supriyo: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে চার্জশিট বাতিল কলকাতা হাইকোর্টের
মহুয়া মৈত্র ও বাবুল সুপ্রিয় (Photo: Facebook)

কলকাতা, ১৪ অক্টোবর: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে একটি পুলিশ চার্জশিট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। ২০১৭ সালে একটি টেলিভিশন ডিবেটে অংশ নিয়ে মহুয়া মৈত্রর নামে বিতর্কিত মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। এরপরই সম্মানহানির অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা করেন কৃষ্ণনগরের সাংসদ। তার প্রেক্ষিতে পুলিশের চার্জশিটকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পাল্টা মামলা করেন বাবুল। আজ চার্জশিট খারিজ করল বিচারপতি বিবেক চৌধুরির বেঞ্চ। আদালতের রায় শোনার পর বাবুল বলেছেন সত্যের জয় হয়েছে।

টেলিভিশন টক শোয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে একাধিক আপত্তিকর মন্তব্য করেন। এই নিয়ে প্রবল আপত্তি জানিয়ে মহুয়া মৈত্র আলিপুর থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। নিম্ন আদালতের নির্দেশে পুলিশ ৫০৯ ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে ও চার্জশিট জমা দেয়। চার্জশিটকে চ্যালেঞ্জ জানিয়ে বাবুল কলকাতা হাইকোর্টে যান এবং আজ শুনানি শেষে উচ্চ আদালত নিম্ন আদালতের আদেশ বাতিল করে দেয়। বিচারপতি জানিয়েছেন যে ধারায় মামলা দেওয়া হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে তা খারিজ করা হল।আরও পড়ুন: Murshidabad: পছন্দ ছিল না, অপহরণ করিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা যুবকের

রায়ের পর বাবুল সুপ্রিয় বলেছেন, "এই জয় আমাদের কাছে খুবই আনন্দের কারণ কেন্দ্রীয় মন্ত্রীকে অন্যায়ভাবে কালিমালিপ্ত করার তৃণমূলের প্রচেষ্টা আইনের, আদালতের ও সত্যের কাছে আর একবার হার মানলো।"