Representational Image (File Photo)

আহমেদাবাদ, ৯ জানুয়ারি: ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে। এই ভয় দেখিয়ে প্রাক্তন প্রোমিকাকে অপহরণ করে এক যুবক। কলেজ থেকে ফেরার পথে ওই তরুণীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে তাঁর উপর অত্যাচার করা হয়। বেল্ট যেমন যেমন পেটানো হয়, তেমনি ছুরি নিয়েও ভয় দেখানো হয় বলে অভিযোগ। গুজরাটের (Gujarat) আহমেদাবাদের (Ahmedabad) মেমনগরে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। কলেজ (College) থেকে ফেরার পথে ওই তরুণীকে ব্যক্তিগত ছবি ফাঁস করার ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেয় যুবক।

মঙ্গলবার সকালে অর্থাৎ ৭ জানুয়ারি ওই তরুণী যখন কলেজ থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় জিগনেশ লভার নামে এক যুবক হাজির হয়। কলেজ পড়ুয়াকে জিগনেশ নিজের গাড়িতে ওঠার কথা বলে। ওই তরুণী জিগনেশের গাড়িতে উঠবেন না জানালে, তাঁকে ব্যক্তিগত ছবি নিয়ে ভয় দেখানো হয়। ব্যক্তিগত ছবি এবং ভিডিয়ো ফাঁস করে দেবে বলে জিগনেশ ওই তরুণীকে অপহরণ করে। এরপর গাড়ি চালানোর সময়ই জিগনেশ ওই তরুণীর উপর ছুরি নিয়ে হামলা চালায়। তাঁকে মারধর যেমন করে, তেমনি ভয়ও দেখায় বলে খবর।

এর পাশাপাশি জিগনেশ ওই তরুণীকে অবাঞ্ছিত স্পর্শ করে বলেও অভিযোগ। এরপর কোনওক্রমে ওই তরুণী পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কলেজ পড়ুয়াকে উদ্ধার করে।