
দিল্লি, ৫ জুন: ঈদুল আজহা উপলক্ষ্যে কি ছুটি থাকবে (Government Declares National Holiday) ব্যাঙ্ক, স্কুল, কলেজ, অফিসে কি ছুটি (National Holiday) ঘোষণা করা হয়েছে ঈদুল আজহা উপলক্ষ্যে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। বকরি ঈদ উপলক্ষ্যে দেশের (Eid 2025 Holiday In India) বেশ কয়েকটি রাজ্যে (Eid 2025 Holiday) ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। ৬ জুন তামিলনাড়ুর তিরুবনন্তপুরম এবং কোচিতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। ৬ জুন তামিলনাড়ুর এই দুই জেলার ব্যাঙ্ক বন্ধ থাকলেও, দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৭ জুন। তবে আহমেদাবাদ, গ্যাংটক, ইটানগর, কোচি এবং তিরুবনন্তপুরমে ৭ জুন খোলা থাকবে ব্যাঙ্ক।
এনএসসি এবং বিএসই, অর্থাৎ ভারতের এই দুই শেয়ার মার্কেটও ৬ এবং ৭ জুন খোলা থাকবে বলে জানা যাচ্ছে। বকরি ঈদকে কোনওভাবে ট্রেডিং হলিডে হিসেবে ধরা হয় না বলে খবর।
ঈদুল ফিতরে দেশের সব ধরনের সরকারি অফিস ছুটি থাকে। তবে ঈদুল আজহার ক্ষেত্রে নিয়মটি অন্য। এই ছুটি রাজ্য সরকারের উপর নির্ভর করে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য নয়।
৭ জুন স্কুল (School), কলেজ (College) সব বন্ধ থাকবে। দেশের স্কুল, কলেজগুলিতে ঈদুল আজহা উপলক্ষ্যে ৭ জুন ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৬ জুন খোলা থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে এ ক্ষেত্রেও চাঁদ দেখার উপরই নির্ভর করে ছুটির দিনক্ষণ।