লক্ষ লক্ষ টাকার চুল উদ্ধার (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিহার থেকে ৮০ লক্ষ টাকার চুল উদ্ধার করল গোয়েন্দারা। ঘটনাটি ঘটেছে মুজাফফরপুরের। ১ হাজার ৬৮০ কেজি চুল বাজেয়াপ্ত করেন রাজস্ব বিভাগের গোয়েন্দারা। তদন্তকারী সূত্রে খবর, মধুবনীর মাধওয়াপুর সীমানা হয়ে রমরমিয়ে চলছিল চুলের পাচার। সেখানেই অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার করে গোয়েন্দারা। উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকার চুল।

বিহারে চুল পাচারের রমরমা, গ্রেফতার ৩

গোয়েন্দাসূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ হয়ে চিনে পাচার করা হত এই চুল। নেপালগামী একট ট্রাকের মাধ্যমে এই চুল পাঠানো হচ্ছিল। গপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় গোয়েন্দা বাহিনী। এরপরই উদ্ধার হয় চুলের পাহাড়। আরও জানা গিয়েছে, তিরুপতিতে প্রতিদিন মানদ করে চুলদান করেন অসংখ্য ভক্ত। মূলত সেখান থেকেই এই চুল চালান হত। এই চুলই পরিষ্কার করে পটচুল বা উইগ হিসেবে ব্যবহার করা হয় বলেও সূত্রের খবর।

বিহার থেকে উদ্ধার ৮০ লক্ষ টাকার চুল