Leave India Notice Served To Polish Student Of Jadavpur University: CAA বিরোধী সভায় যাওয়ার জের, যাদবপুরের ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশ
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Picture Credits: wikimedia commons)

কলকাতা, ১ মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক পড়ুয়াকে দেশ ছেড়ে চলে যেতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। কামিল সিডসিন্সকি (Kamil Siedcynski) নামের পোল্যান্ডের ছাত্রকে নোটিশ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন কলকাতার ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস ১৫ দিনের মধ্যে তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। যাদবপুরের তুলনামূলক সাহিত্যে মাস্টার্স করছে কামিল। যাদবপুরের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের দাবি যে সিএএ বিরোধী মিছিলে (Anti-CAA Protests) অংশগ্রহণ করার জন্যেই তাকে দেশ ছাড়তে বলা হয়েছে।

কামিল সিডেসেন্সকি পোলান্ডের একটি ছোটো শহরের বাসিন্দা। তিনি এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি বাংলা ভাষা ভালোবাসেন এবং পোলিশ কবিতা এবং গদ্য বাংলায় অনুবাদ করেছেন, যার বেশিরভাগই যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেস প্রকাশ করেছে। কামিল তৃতীয় বিদেশি পড়ুয়া যিনি ভারত ছাড়ার নোটিশ পেলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক সায়ন্তন দাশগুপ্তকে বলেন,"কামিলের মতো একজন মেধাবী শিক্ষার্থী মাঝপথে তাঁর পাঠ্যক্রম ছেড়ে চলে যাওয়া আমার পক্ষে অত্যন্ত দুঃখের বিষয়। বাংলা সাহিত্য এবং এই রাষ্ট্রকে তিনি ভালোবাসতেন। তাঁর এই ক্ষতির জন্য গভীরভাবে দুঃখিত।" আরও পড়ুন: Delhi Violence: ভারত ধর্মনিরপেক্ষ দেশ, মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা যায় না: অর্থনীতিবিদ অমর্ত্য সেন

এর আগে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ায় আইআইটি মাদ্রাজের জার্মান এক্সচেঞ্জের শিক্ষার্থী জ্যাকব লিন্ডেনথের ভিসা বাতিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়া, সিএএ-বিরোধী আন্দোলনের সমর্থনে ফেসবুকে পোস্ট করেছিলেন বাংলাদেশের কুস্টিয়া থেকে বিশ্বভারতীর কলা ভবনে পড়তে আসা আফসারা অনিকা মিমকে। আচার্য নরেন্দ্র মোদি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিদেশ মন্ত্রক এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক তাঁর বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছিল এবিভিপি-র বিশ্বভারতী শাখা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন কলকাতার ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস ১৫ দিনের মধ্যে মিমকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।