Gas Leak in Kota (Photo Credits: X)

কোটা, ১৫ জানুয়ারিঃ শনিবার রাজস্থানের (Rajasthan) কোটার ঘটে গেল সাংঘাতিক এক ঘটনা। ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস (Ammonia Gas) লিক হওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন স্কুল পড়ুয়া। গধেপন গ্রামের সিমলিয়া থানা এলাকার কাছে অবস্থিত ওই সিএফসিএল কারখানা থেকে আচমকাই অ্যামোনিয়া গ্যাস লিক (Ammonia Gas Leak) করতে শুরু করে। কারখানার অদূরেই অবস্থিত গ্রামের সরকারি স্কুলে। তীব্র অ্যামোনিয়া গ্যাস গ্রহণের ফলে অসুস্থ হয়ে পড়েছে স্কুলের কয়েকজন পড়ুয়া। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।

নবভারত টাইমস মারফত খবর, কারখানার গ্যাস লিকেজ হওয়ার ফলে মোট ১২ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে প্রথমে কোটা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল। কিন্তু পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কোটার জে কে লন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, চম্বল ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড কারখানায় সকাল ১১টার দিকে গ্যাস লিকের ঘটনাটি ঘটে। অ্যামোনিয়া গ্যাস ছাড়িয়ে পড়তে শুরু করে সর্বত্র। কারখানার একদম কাছেই অবস্থিত ওই উচ্চ মাধ্যমিক স্কুলটি। ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাসের গন্ধে শ্বাসকষ্ট শুরু হয় পড়ুয়াদের। কিছুক্ষণের মধ্যেই পড়ুয়াদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। এরপরেই স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ুয়াদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে।

কারখানায় গ্যাস লিকের জেরে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই কোটা জেলা কালেক্টর রবীন্দ্র গোস্বামী ঘটনাস্থলে ছুটে যান। কারখানা এবং মহকুমা প্রশাসনের কাছ থেকে ঘটনার যাবতীয় তথ্য সংগ্রহ করেন। কর্তৃপক্ষের তরফে স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালেঃ

স্কুলের এক কর্মী হেমন্ত কুমার নিশ্চিত করেছেন, গ্যাস লিকেজের ফলে বেশ কয়েকজন শিক্ষার্থীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছে। সাতজন পড়ুয়াকে স্কুল শিক্ষকের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরে আরও পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্কুলের অধ্যক্ষ রঞ্জনা শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকালের প্রার্থনা চলাকালীন গ্যাস লিকেজের ঘটনাটি ঘটেছিল। যার ফলে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যগত জটিলতা দেখা দিয়েছে।