সন্তানকে (Child) ফেলে রেখে পালিয়ে গেল মা। বাস স্ট্যান্ডে হাজির হয়ে, সেখানে ১৫ মাসের শিশুকে রেখে দিয়ে প্রেমিকের সঙ্গে পালাল মা। শুনতে অবাক লাগছে? তেলাঙ্গানার (Telangana) নালগোন্ডায় (Nalgonda) এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে ১৫ মাসের শিশুকে বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে প্রেমিকের সঙ্গে বাইকে চড়ে মাকে (Mother) পালিয়ে যেতে দেখা যায়। শিশুকে বাস স্ট্যান্ডে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সেখানকার লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে শিশুটিকে উদ্ধার করে। সেই সঙ্গে খতিয়ে দেখা সেখানকার সিসিটিভি ফুটেজ। ওই ফুটেজ ধনুষ নামের পরিত্যক্ত শিশুটির সামনে ধরলে সে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে ওই মহিলার খোঁজ শুরু করে পুলিশ। শেষে ওই মহিলা, তার প্রেমিককে থানায় নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে ওই শিশুর বাবাকেও পুলিশ খবর দেয়। তবে স্বামী, স্ত্রীকে মুখোমুখি বসিয়ে কথা বললেও, মা সন্তানকে নিতে রাজি হয়নি। শেষে শিশুটির বাবার হাতে তাকে তুলে দেওয়া হয়। জানা যায়, ইনস্টাগ্রামে ওই যুবকের সঙ্গে মহিলার পরিচয় হয়। তারা কয়েক মাস ধরে চ্যাট শুরু করে। এরপর সেখান থেকে সম্পর্ক তৈরি হয়। শেষে ওই মহিলা ইনস্টাগ্রামের প্রেমিকের জন্য নিজের ১৫ মাসের সন্তানকে বাস স্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়।
দেখুন সেই মর্মান্তিক ভিডিয়ো যেখানে সন্তানকে ফেলে রেখে পালিয়ে যায় মা...
பெற்ற குழந்தையை பஸ்ஸ்டாண்டில் தவிக்கவிட்டு இன்ஸ்டா லவ்வருடன் பைக்கில் பறந்த ‘பாசத் தாய்’.. கலங்கி தேடிய Heart Breaking காட்சி..! #Telangana | #Baby | #BusStand | #Mother | #CCTV pic.twitter.com/Ciqpr2wlhr
— Polimer News (@polimernews) July 29, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)