UP Man Dies By Suicide (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৯ জুলাই: স্ত্রীর (Wife) অত্যাচারে আত্মহত্যা স্বামীর (Husband)। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা (Suicide) করেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাস্তির (Basti) এক যুবক। তবে মৃত্যুর আগে চিঠি লিখে রেখে যান ওই যুবক। বলেন, তিনি আর স্ত্রীর অত্যচার সহ্য করতে পারছেন না। তাই এই চরম সিদ্ধান্ত নিচ্ছেন। মৃত্যুর আগে চিঠি লেখার পাশাপাশি একটি ভিডিয়োও তিনি রেকর্ড করেন। যেখানে চোখের জল মুছতে মুছতে কথা বলতে শোনা যায় ওই যুবককে। সেই সঙ্গে হাতে বিষের শিশির নিয়ে প্রত্যেককে নিজের দুঃখ, কষ্টের কথা বলতে শুরু করেন তিনি।

সংশ্লিষ্ট যুবকের ভিডিয়ো দেখে, তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলও, তাঁর প্রাণ রক্ষা করা যায়নি। পুলিশ ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জানা যায়, ওই যুবকের বাড়ি এবং অন্য সম্পত্তি যাতে স্ত্রীর নামে করে দেওয়া হয়, তার জন্য চলত মানসিক নির্যাতন। স্ত্রীর সঙ্গে তাঁর বাপের বাড়ির লোকজনও ওই যুবকের উপর মানসিক নির্যাতন চালাত বলে খবর। যা সহ্য করতে না পেরে, শেষ পর্যন্ত আত্মহত্যা করেন ওই যুবক।

আরও পড়ুন: Sonam Raghuwanshi On Raj Kushwaha: ভাড়াটে গুন্ডারা না পারলে রাজাকে সেই ধাক্কা দেবে পাহাড়ের উপর থেকে, সোনমের পরিকল্পনায় শিউরে উঠবেন

দেখুন বাস্তির ওই যুবকের শেষ ভিডিয়ো...

 

তবে এই প্রথম নয়। এর আগে অতুল সুভাষ থেকে বেশ কয়েকজন যুবক স্ত্রীর অত্যাচারের বলি হয়েছেন। প্রত্যেকবারই স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচার এবং টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এসবের পাশপাাশি সাম্প্রতিক মার্চেন্ট নেভি অফিসার থেকে শুরু করে রাজ রঘুবংশীর হত্যা, প্রত্যেকবারই স্ত্রীদের নাম উঠে এসেছে খুনি হিসেবে। মুসকান রাস্তোগি কিংবা সোনম রঘুবংশীরা বিবাহ বহির্ভূত সম্পর্কের খাতিরে নিজেদের স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে এবং বর্তমানে জেলের ঘানি টানছে।

সতর্কতা....

Suicide Prevention and Mental Health Helpline Numbers: 

Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpit Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525

Men's Helpline Numbers:

Milaap: 9990588768; All India Men Helpline: 9911666498; Men Welfare Trust: 8882498498.