![](https://bnst1.latestly.com/uploads/images/2024/10/pszyrxpd.jpg?width=380&height=214)
অঙ্ক পরীক্ষাটা (Math Exam) সেভাবে হয়নি। এই নিয়ে বাবা-মায়ের কাছে একটু বকুনিও খেয়েছিল। আর তারপরেই আত্মহত্যার পথ বেছে নিল পিংলার বাগনবাড় হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী শুভম দুয়ারি। শনিবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘরে ঢোকর পর রবিবার সকালে ওই ঘর থেকেই বেরোলো তাঁর নিথর দেহ। জানা যাচ্ছে, অঙ্ক পরীক্ষায় কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে এসেছিল, যেগুলির উত্তর সে দিতে পারেনি। এই নিয়েই মানসিক অবসাদে ভুগছিল শুভম ঘটনার পর শোকস্তব্ধ শুভমের পরিবার। পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
অঙ্ক পরীক্ষা ভালো না হওয়ায় মানসিক অবসাদ
পরিবার সূত্রে খবর, পড়াশুনো মাঝারি গোছের ছিল শুভম। স্কুলে এক থেকে কুড়ির মধ্যে ব়্যাঙ্কও করত সে। শনিবার পিংলার তিলন্তপাড়া হাইস্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল সে। সেখান থেকে এসে বাড়ির কারোর সঙ্গেই সেভাবে কথা বলেনি। বাবা-মাকে জানায় অঙ্ক পরীক্ষা ভালো হয়নি। সেই নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। শেষমেশ রাতে খাওয়াদাওয়া সেরে ঘরে ঢোকে শুভম।
দরজা খুলতেই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার
রবিবার সকালে ঘরের দরজা ধাক্কাধাক্কি করার পরেও সারা পাওয়া যায় না। আর তাতেই সন্দেহ হয় বাবা-মায়ের। শেষে প্রতিবেশীদের সাহায্যে দরজা খুলতেই বাররুদ্ধ হয়ে পড়েন শুভমের বাবা-মা। ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে তড়িঘড়ি খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।