মমতা ব্যানার্জি

কলকাতা, ৭ এপ্রিল: সাম্প্রদায়িক ভিত্তিতে ভোটের দাবি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে (CM Mamata Banerjee) নোটিশ পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। ৩ এপ্রিলের বক্তব্য সম্পর্কে মুখ্যমন্ত্রীকে নোটিশ দিয়েছে কমিশন। অভিযোগ, জনসভায় মুসলিম ভোটারদের মুখ্যমন্ত্রী আবেদন করেন যাতে তারা নিজেদের ভোট বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাগ হতে না দেয়। ৪৮ ঘণ্টায় মধ্যে মুখ্যমন্ত্রীকে নোটিশের জবাব দিতে বলেছে কমিশন।

৩ এপ্রিল হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না।" তিনি আরও বলেন, "‌আমি আমার সমস্ত সংখ্যালঘু ভাই ও বোনেদের অনুরোধ করছি ভোট ভাগাভাগি হতে দেবেন না। বাংলাকে বিজেপি ধর্মের নামে ভাগ করে দিতে চাইছেন নরেন্দ্র মোদি। বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।" আরও পড়ুন: Dilip Ghosh's Convoy Attacked: শীতলকুচিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা

মমতার ওই মন্তব্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি। তাঁদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণূলের শীর্ষ নেতারা ভোটারদের উস্কানি দিচ্ছেন, ঝামেলা করার জন্য প্ররোচনা দিচ্ছেন।