Haolong Space Cargo Plane. (Photo Credits: X)

Haolong Space Cargo Plane: এবার চিন আনল স্পেস প্লেন বা মহাকাশ বিমান। মানুষ চালকবিহীন এই স্পেস কার্গো প্লেনের মাধ্যমে দ্রুত, সস্তায় চিনের মহাকাশ গবেষণা কেন্দ্রে বিভিন্ন সামগ্রী পৌঁছে দেবে Haoloong-1। আর এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যা শুধু একবার মহাকাশে নিজের কাজ করেই শেষ হয়ে যাবে না। বরং সেই স্পেস প্লেনকে বারবার ব্যবহার করা যাবে। চিনের এই স্পেস প্লেন মহাকাশ যাত্রা, মহাকাশ গবেষণা কেন্দ্রে নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। ঝুহুয়া এয়ার শো( Zhuhai Air Show) চিনের AVIC উন্মোচন করল Haoloong-1 মানুষহীন স্পেস প্লেন। মহাকাশে পণ্য সামগ্রী পৌঁছে দিয়ে নিজে থেকেই মাটিতে সঠিক জায়গায় পড়ে যাবে এই স্পেস কার্গো প্লেন। এরপর ফের সে আরও একটা মহাকাশ সফরের জন্য তৈরি হয়ে যাবে।

মহাকাশ গবেষণায় সব দেশকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে চায় চিন। আর সেটা করতে হলে মহাকাশ গবেষণা কেন্দ্রে আরও বেশী করে গবেষক জ্যোর্তিবিজ্ঞানীদের পাঠাতে চাইছে চিন। কিন্তু মহাকাশে ভেসে থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের সবচেয়ে বড় অসুবিধা হল, সেখানে গবেষণার কাজ করা জ্যোর্তি বিজ্ঞানীদের দৈনন্দিন সামগ্রী জোগান দেওয়া।

দেখুন চিনের সেই স্পেস কার্গো প্লেন

মহাকাশ গবেষণা কেন্দ্রগুলিতে একটা নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন সামগ্রী পৌঁছতে হয়। পৃথিবী থেকে অত দূরে স্পেস স্টেশনে সামগ্রী পাঠানোর যেটা বেশ খরচের। কিন্তু Haoloong-1 স্পেস প্লেন সেই কাজটা দ্রুত, সস্তায় করে ড্রাগনের দেশ মহাকাশ গবেষণাকে নতুন পথ দেখাবে বলে মনে করা হচ্ছে।