নয়াদিল্লিঃ দিনক্ষণ আগেই জানা গিয়েছিল। এ বার দিল্লি নির্বাচনের(Delhi Assembly Elections 2025) দিনই মহাকুম্ভে(Mahakumbh Mela 2025) হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বুধ সকালে প্রয়াগরাজে(Prayagraj) পৌঁছে বোটে চেপে পবিত্র ত্রিবেণী সঙ্গমের দিকে রওনা দিলেন নমো। ওই বোটে মোদীর সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে প্রয়াগরাজে অবতরণ করে মোদীর বিমান। তারপর সেখান থেকে হেলিকপ্টারের চেপে প্রয়াগরাজের আরিয়াল ঘাটে পৌঁছন তিনি। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সঙ্গমে স্নান করার কথা মোদীর। সবশেষে সেখান থেকে হেলিকপ্টারে করে বিমানবন্দর এবং তারপর সেনাবাহিনীর বিমানে প্রয়াগরাজ ত্যাগ করার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর আগমনে বাড়ানো হয়েছে মেলা প্রাঙ্গণের নিরাপত্তা।
দিল্লি ভোটের দিনই কুম্ভে মোদী, ডুব দেবেন সঙ্গমে
প্রসঙ্গত, প্রয়াগরাজের পদপিষ্টের ঘটনার পর তাঁর মহাকুম্ভে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রয়াগরাজে পা দিলেন মোদী। কেন পুণ্য স্নানের দিন হিসেবে বেছে নেওয়া হল দিল্লি নির্বাচনের দিন? তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। এই বিশেষ দিনে মোদীর মহাকুম্ভ যাত্রার নেপথ্যে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে বলে মত বিরোধীদের।
দিল্লি নির্বাচনের দিন মহাকুম্ভে পৌঁছলেন মোদী, সারবেন পুণ্য স্নান
#WATCH प्रधानमंत्री नरेंद्र मोदी प्रयागराज में महाकुंभ मेला क्षेत्र पहुंचे।
उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ भी मौजूद हैं।
(सोर्स: ANI/DD) pic.twitter.com/sEQRdIgcRU
— ANI_HindiNews (@AHindinews) February 5, 2025