Representative Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: কেরল থেকে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। কোঝিকোড়ে (Kozhikode) ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে ২৯ বছর বয়সী এক মহিলা হোটেলের প্রথম তলা থেকে লাফিয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। সূত্রে খবর, ঘটনাটি ১ ফেব্রুয়ারি শনিবার কেরলের কোঝিকোড় জেলার মুক্কামে ঘটে বলে জানা গিয়েছে। মহিলা জানিয়েছেন যে তিনি তাঁর নিয়োগকর্তা এবং হোটেলের দুই কর্মচারীর তাঁকে ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে বিল্ডিং থেকে লাফিয়ে পড়েন।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় মহিলার মেরুদণ্ডে আঘাত লেগেছে, তিনি কোঝিকোড় সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর পুলিশ হোটেল মালিক এবং দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এসএইচও অংশাদ এস জানিয়েছেন যে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে।