নয়াদিল্লিঃ সম্প্রতি চর্চায় অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)আবাসিক স্কুলে ঘটে যাওয়া একটি ঘটনা। এক আবাসিক স্কুলের শিক্ষিকার(Teacher) বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সঠিক সময়ে প্রার্থনা () কক্ষে না আসায়, ১৮ জন ছাত্রীর চুল কেটে দিলেন শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি শেঠরামারাজু জেলার কাস্তুরবা বালিকা বিদ্যালয়ে। এটি একটি আবাসিক স্কুল। জানা গিয়েছে, হোস্টেলে জলের ঘাটতি দেখা দেওয়ায় স্কুলে পৌঁছতে দেরী হয়ে যায় কয়েকজন ছাত্রীর। আর এরপরই রাগে ফেটে পড়েম সাই প্রসন্না নামে ওই শিক্ষিকা। এরপর কাঁচি দিয়ে ইচ্ছেমতো ছাত্রীদের চুল কেটে দেন তিনি। শুধু তাই নয়, কয়েকজন ছাত্রীর গায়ে হাত তোলেন তিনি। এমনকী রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় পর্যন্ত করিয়ে রাখেন। এই ঘটনার কথা কাউকে না বলার হুমকি দেন তিনি। পরবর্তীতে এই ঘটনা জানাজানি হয়। এরপরই ওই শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীদের অভিভাবকেরা। এই গোটা ঘটনায় অবশ্য অভিযুক্ত শিক্ষিকার যুক্তি, ছাত্রীদের নিয়মানুবর্তিতার পাঠ পড়াতে এই কাজ করেছেন তিনি। গোটা ঘটনাইয় মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ।
প্রার্থনা কক্ষে এসে পৌঁছতে দেরী, ছাত্রীদের চুল কেটে দিলেন শিক্ষিকা
18 Andhra Girls Were Late For School Assembly, Teacher Chopped Their Hair https://t.co/29noajNOFl pic.twitter.com/Nx2VjlV2iP
— NDTV (@ndtv) November 18, 2024