আগামী শুক্রবার পারথে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেই কার্যত ঠিক হয়ে যাবে আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা খেলবে। এমন অতি গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে খুশির খবর পেলেন অজি তারকা ক্রিকেটার মিচেল মার্শ (Mitchell Marsh)। রবিবার রাতে ৩৩ বছরের মার্শ প্রথমবার বাবা হলেন। ৩৩ বছরের মিচেলের স্ত্রী গ্রীটা কন্যা সন্তানের জন্ম দেন। সোমবার অস্ট্রেলিয়ার প্র্যাকটিশ থেকে ছুটি নিয়ে মিচেল মার্শ তাঁর স্ত্রী ও সদ্য়োজাত সন্তানকে দেখতে গেলেন। ২০২৩ সালের এপ্রিলে আইপিএলের মাঝে বান্ধবী গ্রিটাকে বিয়ে করেন মিচেল। তার দু বছর আগে দুজনের এনগেজমেন্ট হয়েছিল।
ক্যামেরুন গ্রিনের অনুপস্থিতিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে পেসার-অলরাউন্ডার হিসেবে মিচেল মার্শ বড় ভূমিকা নিতে পারেন। ৬ নম্বর ব্যাটার ও দলের চতুর্থ পেসার হিসেবে ব্যবহার করা হতে পারে মার্শকে।
চলতি বছর মার্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন মার্শ। নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ ইনিংসে মার্শ-আলেক্স কারি জুটি ১৪০ রানের পার্টনারশিপ করে দলকে জিতিয়েছিলেন। পারথের ওয়াকায় মিচেল মার্শ তাঁর কেরিয়ারের ৪৩তম টেস্ট খেলতে নামবেন।