মুক্তির আর ১ মাসও বাকি নেই। ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে রূপোলী পর্দায় মুক্তি পেতে চলছে অল্লু অর্জুনের (Allu Arjun) ছবি পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule)। তবে মুক্তির আগে রবিবার নির্মাতারা পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের (Pushpa 2 Trailer Launch) আয়োজন করেছিলেন। বিহারের পাটনা (Patna) জেলায় গান্ধী ময়দানে আয়োজিত হয়েছিল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কয়েক হাজার ভক্ত জড়ো হয়েছিল ওই ময়দানে। থিকথিক করছে ভিড়। গাঁ গলানোর জায়গা পর্যন্ত ছিল না। ট্রেলার লঞ্চে ভক্তদের লাগাম ছাড়া উন্মাদনা, উচ্ছ্বাস ছবির বক্স অফিসে ঝড় তোলার পূর্বাভাস দিয়েছে।
পুষ্পা টু-র ২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার দেখে দর্শকদের পাশাপাশি মুগ্ধ দক্ষিণের নামজাদা চলচ্চিত্র পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। ট্রেলারের পাশাপাশি পুষ্পা ২-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ঘিরে ভক্তদের আবেগ, উচ্ছ্বাস বিশেষভাবে নজর কেড়েছে আরআরআর (RRR), বাহুবলি (Bahubali) পরিচালকের। অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনার (Rashmika Mandanna) ছবিকে আগাম শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে রাজামৌলি লেখেন, 'পাটনায় দাবানল শুরু হয়েছে। যা সারাদেশে ছড়িয়ে পড়ছে। বিস্ফোরণ হবে ৫ই ডিসেম্বর। ছবির সাফল্য পার্টির জন্যে অপেক্ষা করতে পারছি না'।
এক্স হ্যান্ডেলে রাজামৌলির বার্তা...
WILDFIRE started in Patna!!
Spreading across the country!!
Explodes on Dec 5th!!!
CAN’T WAIT for the party PUSHPA!!!
— rajamouli ss (@ssrajamouli) November 18, 2024
একাধিক ভাষায় মুক্তি পেয়েছে পুষ্পা ২-র ট্রেলার। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম, কন্নড় ভাষার পাশাপাশি বাংলাতেও প্রকাশ পেয়েছে দক্ষিণীটির ট্রেলার (Pushpa 2 Bengali Trailer)। এদিনের অনুষ্ঠানের ভিড় সম্পর্কে আগে থেকেই আন্দাজ করেছিল বিহার সরকার। তাই রাজ্য সরকারের তরফে অল্লু অর্জুনর আসন্ন ছবি পুষ্পা টু-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের (Pushpa 2 Trailer Launch) ভিড় সামাল দেওয়ার জন্যে ৯০০ পুলিশের ব্যবস্থা করা হয়। ছবির তারকাদের নিরাপত্তা দেওয়ার জন্যে ৩০০ ব্যক্তিগত রক্ষীর ব্যবস্থও ছিল।