মুম্বই, ৭ ডিসেম্বরঃ ইতিহাস গড়ল অল্লু অর্জুনের 'পুষ্পা টুঃ দ্য রুল' (Pushpa 2: The Rule)। মুক্তির মাত্র দুদিনের মধ্যেই ছবির ব্যবসার অঙ্ক ৪০০ কোটি ছাড়াল। পুষ্পা ২-র সাফল্য দেখে ডগমগ ছবির নির্মাতারা। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে অল্লু (Allu Arjun) এবং রশ্মিকার (Rashmika Mandanna) ছবি সুপারহিট।
বক্স অফিসে স্বপ্নের দৌড় শুরু করেছে পুষ্পাঃ দ্য রুল পার্ট ২ (Pushpa 2: The Rule)। বিশ্বজুড়ে ১০ হাজারেরও বেশি স্ক্রিনে মোট ৬টি ভাষায় মুক্তি পেয়েছে দক্ষিণী ছবিটি। তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, হিন্দির পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলাতেও চলছে পুষ্পা ২। ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবি। প্রথম দিনেই ছক্কা হাঁকিয়ে বক্স অফিসে ১০০ কোটি পার করেছিল। মুক্তির প্রথম দিনে ভারতে ১৭৪.৯ কোটি টাকার ব্যবসা করেছে পুষ্পা ২। সেই গতি বজায় রেখে দ্বিতীয় দিনে ভারতে ছবির সংগ্রহ ৯০.১০ কোটি। দেশে ছবির দুদিনের ব্যবসা দাঁড়িয়ে ২৬৫ কোটিতে। বিশ্বব্যাপী বক্স অফিসে সেই অঙ্ক ৪০০ কোটি ছাড়িয়েছে। পুষ্পা রাজকে ভালোবাসা আর প্রশংসায় ভরাচ্ছে তামাম দর্শক।
তবে ছবি মুক্তির আগে ঘটে গিয়েছে এক চরম অঘটন। হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে পুষ্পা ২-র (Pushpa 2: The Rule) প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। অতিরিক্ত দর্শক সংখ্যার চাপে ভিড়ের মাঝে হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায় এদিন প্রমিয়ারে। অভিযোগ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। মহিলা ভক্তের মৃত্যুর পরেই অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। এরপরেই নড়েচড়ে বসেন অল্লু (Allu Arjun)। মৃত মহিলার পরিবারের জন্যে ক্ষতিপূরণ হিসাবে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন পর্দার পুষ্পা।