Fan Enters on Horseback to Watch Chhaava (Photo Credits: X)

মুম্বই, ১৮ ফেব্রুয়ারিঃ ঘোড়ায় চেপে 'ছাবা' (Chhaava) দেখতে এলেন এক ভক্ত। শুধু ঘোড়ায় চাপলেন তাই নয়, মারাঠা সম্রাট সম্ভাজি মহারাজের মত পোশাকে সজ্জিত হয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখতে এলেন তিনি। মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলার ওই ব্যক্তির কীর্তি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম জুড়ে। ঘোড়ায় চেপে, ব্যান্ড বাজিয়ে, সম্ভাজি মহারাজের বেশে সজ্জিত হয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করে ওই ভক্ত 'হর হর মহাদেব', 'জয় ভবানী' স্লোগান তুললেন। তাঁর সঙ্গে স্লোগানে গলা মেলালেন সিনেমাহলের বাকি দর্শকেরাও। ভিকি কৌশল (Vicky Kaushal), রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত 'ছাবা' ছবি ঘিরে দর্শকমহলে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজ যেন পর্দায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ভিকির প্রাণবন্ত অভিনয়ের দ্বারা। সিনেমা শেষে দর্শকদের অশ্রুসিক্ত চোখে প্রেক্ষাগৃহ থেকে বেরতে দেখা গিয়েছে।

১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine's Day) মুক্তি পেয়েছিল লক্ষ্মণ উতেকর (Laxman Utekar) পরিচালিত 'ছাবা'। বক্স অফিসে ঢেলে ব্যবসা করছে ভিকির ছবি। মুক্তির চতুর্থ দিনে ছাবার ব্যবসা দাঁড়িয়ে ১৪০.৫০ কোটি টাকায়। মঙ্গলবার সেই অঙ্কটা অনায়াসে ১৫০ কোটি পার করবে, জানাচ্ছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা। বিশ্বব্যাপী ছাবার ব্যবসা ১৬৪.৭৫ কোটি। জানা যাচ্ছে, লক্ষ্মণ উতেকরের ছাবার তৈরির বাজেট ছিল ১৩০ কোটি। ফলে ছবির চার দিনের বক্স অফিস সংগ্রহ সেই অঙ্ক পার করেছে।

ঘোড়ায় চেপে ছাবা দেখতে এলেন ভক্তঃ

 

উঠল জয় ভবানী স্লোগানঃ

 

 

View this post on Instagram

 

A post shared by NagpurNewsBro (@nagpurnewsbro)

'ছাবা'র চার দিনের বক্স অফিস সংগ্রহ (সূত্র: Sacnilk)

প্রথম দিন: ৩১ কোটি টাকা

দ্বিতীয় দিন: ৩৭ কোটি টাকা

তৃতীয় দিন: ৪৮.৫ কোটি টাকা

চতুর্থ দিন: ২৪ কোটি টাকা

মোট সংগ্রহ: ১৪০.৫০ কোটি টাকা