টানা তিন ঘণ্টা একটানা দাঁড় করিয়ে র্যাগিং-য়ের জেরে গুজরাটে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে পাটান জেলায় ধরপুরে এই জঘন্য ঘটনায় ১৫ জন ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷
র্যাগিং'য়ের অভিযোগে মৃত অনিল নটওয়ারভাই মেথানিয়া (18) নামের সেই জুনিয়র ছাত্রটি জিএমইআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠরত ছিলেন ৷ অভিযোগ, শনিবার রাতে হস্টেলে র্যাগিংয়ের সময় তাঁকে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন সিনিয়ররা ৷ এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ এরপর তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
দেখুন খবরটি
#WATCH | Patan, Gujarat: On the death of a medical student of GMERS Medical College due to alleged ragging, Dean, GMERS Hospital, Dr Hardik Shah says, "On Saturday night, a student in our hospital suddenly collapsed. Other students took him to the hospital and tried to revive… pic.twitter.com/YWtAsdCIg9
— ANI (@ANI) November 18, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)