রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বোলিং কোচ ওমকার সালভি (Omkar Salvi)-কে কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করল আইপিএলের ফ্রাঞ্চাইজি রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিরাট কোহলির দলের বোলিং কোচ হিসেবে কাজ করবেন সালভি। এর আগে তিনি আইপিএলে কলকাতার নাইট রাইডার্স এর সহকারি কোচ হিসেবে কাজ করেছিলেন সালভিl। সম্প্রতি দীনেশ কার্তিককে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করে আরসিবি। কার্তিক ও সালভি এর আগে কলকাতা নাইট রাইডার্স এর একসঙ্গে কাজ করেছিলেন।
ভারতের প্রাক্তন পেসার আবিষ্কার সালবির দাদা ওমকার ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। ২০০৫ সালে একটিমাত্র প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি। তবে কোচ হিসেবে তাঁর অবদান অনেকটা সে কথা স্বীকার করেন সবাই।
আরসিবি-র বোলিং কোচ সালভি
🚨📰| Former KKR assistant bowling coach Omkar Salvi has joined RCB men's coaching set-up on Dinesh Karthik's insistence. pic.twitter.com/gIlcuZlR80
— KnightRidersXtra (@KRxtra) November 18, 2024
এবার মেগা নিলাম এর আগে বিরাট কোহলি, রজত পাতিদার, যশো দয়ালকে ধরে রেখেছে আরসিবি। মেগা নিলামে বেঙ্গালুরুর কাছে, ৮৩ কোটি টাকা থাকছে। একবারও আইপিএল না জেতার লজ্জা থাকা আরসিবিকে বরাবর ভোগায় তাদের বোলিং।