Ayatollah Ali Khamenei (Photo Credit: IANS/ X)

দিল্লি, ১৮ নভেম্বর: ইরানের (Iran) প্রধান ধর্মীয় নেতা আলি খামেইনি (Ali Khamenei) ভাল নেই। গুরুতর অসুস্থ খামেইনি। ফলে খামেইনির শরীরের যে অবস্থা, তার জেরে এবার পরবর্তী নেতা খুঁজছে ইরান। সূত্রের খবর, আলি খামেইনির দ্বিতীয় পুত্র মুজতবা খামেইনি ইরানের পরবর্তী প্রধান নেতা হতে পারেন। ফলে বাবার মৃত্যুর আগেই মুজতাবা খামেইনি ইরানের পরবর্তী প্রধান নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর।

রিপোর্টে প্রকাশ, মুজতাবা খামেইনিকে ইরানের পরবর্তী প্রধান নেতা হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত করা হয়েছে। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত ইরানের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ৮৫ বছর বয়স্ক আলি খামেইনির শরীর বেশ কিছুদিন ধরেই খারাপ হচ্ছিল। বার্ধক্যজনিত রোগের শিকার খামেইনি। ফলে দেশের পরবর্তী প্রধান শাসককে খোঁজার কাজ শুরু করে দেয় ইরান।