G-20 Summit 2024: দুজনের দেখা হল। হল হাসিমুখে অভ্যর্থনাও। প্রাক্তনের তকমার দিকে ঝুঁকে পড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বেশ কিছুক্ষণ কথা হল। ব্রাজিলের রিও ডি জেনিরোতে আয়োজিত জি-২০ সম্মেলনে রাষ্ট্রনেতাদের বৈঠক শুরু হয়ে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে রয়েছেন। এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দেখা গেল মোদীকে। বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর মোদী জানালেন,"রিও ডি জেনিরোতে জি২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত হল। ওঁর সঙ্গে দেখা হলে সব সময়ই খুশি হই।"
বাইডেন আর মাস দুয়েক মার্কিন প্রশাসনের সর্বোচ্চ আসনে থাকবেন। তারপরই ট্রাম্প বসবেন সিংহাসনে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের এটাই শেষ বড় বিদেশ সম্মেলন। এই সফরের মাঝেই পরিবেশ নিয়ে বার্তা দিতে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্রাজিলের অ্যামাজনের জঙ্গলে যাবেন বাইডেন।
বাইডেনের সঙ্গে মোদী
Prime Minister Narendra Modi tweets, "With US President Joe Biden at the G20 Summit in Rio de Janeiro. Always a delight to meet him." pic.twitter.com/vuSuwTHR5A
— ANI (@ANI) November 18, 2024
জি-২০ সম্মেলনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সহ্গে প্রধানমন্ত্রী মোদী
#WATCH | Prime Minister Narendra Modi and other world leaders, at the G-20 Summit in Rio de Janeiro, Brazil
(Source: G20 Pool via Reuters) pic.twitter.com/lvz0VriaII
— ANI (@ANI) November 18, 2024
বাইডেনের সঙ্গী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন সংবিধানের নিয়ম মেনে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প। তার আগে পর্যন্ত বাইডেনই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছেন।