মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২১ জুন: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার পর তৃতীয় ঢেউয়ের (COVID-19 Third Wave) সাবধানবাণী ইতিমধ্যেই এসে গিয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞ মহলের দাবি, সেপ্টেম্বর-অক্টোবরেই দেশে আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ। ইতিমধ্যে ব্রিটেন কাবু করোনার তৃতীয় ঢেউতে। ডেল্টা স্ট্রেনই তাদের একমাত্র মাথাব্যথার কারণ। যা ভয় ধরাচ্ছে ভারতকে। জানা গেছে, তৃতীয় ঢেউ আসলে বাচ্চারা তাতে বেশি আক্রান্ত হবে। তাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “শোনা যাচ্ছে তৃতীয় ঢেউ আসছে। বাচ্চাদের আরও বেশি করে যত্ন নিতে হবে। আর শিশুদের ভাল রাখার জন্য তাদের মায়েদেরও যত্নের প্রয়োজন। প্রত্যেককে সচেতন থাকতে হবে।”

পাশাপাশি রাজ্যের করোনা সংক্ৰমণ নিম্নমুখী হওয়ায় তিনি বলেন,“রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। অষ্টম দফা ভোটের সময় সংক্রমণের হার যা ছিল, এখন তা অনেক কম। তবে উত্তর ২৪ পরগনায় এখনও কিছুটা বেশি আছে। কয়েকশো সংক্রমণ হচ্ছে প্রতিদিন। তবে কলকাতায় অনেকটাই কমেছে।” আরও পড়ুন, সেপ্টেম্বর-অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ আইআইটি কানপুরের

উল্লেখ্য, দিন কয়েক আগে এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়ে দেন, আগামী ৬-৭ মাসের মধ্যে দেশে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে। সোমবার পাওয়া আইআইটি কানপুরের (IIT Kanpur) রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ থাবা বসাতে পারে করোনার তৃতীয় ঢেউ। তারা আরও জানিয়ে দেন, থার্ড ওয়েভের গতি রোধ করা যেতে পারে যদি অক্টোবরের পরেও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলা হয়।" উত্তর-পূর্বের রাজ্যগুলি ছাড়া সারা ভারতেই তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়তে পারে, বলে তাঁদের মত।